ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাহুবলে হাতের মেহেদি মুছতে না মুছতেই এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত ইভা খাতুন (১৮) উপজেলার ওই গ্রামের মজনু মিয়ার মেয়ে। এক সপ্তাহ আগে পাশের মানিকা গ্রামের শারজান মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর ইভা তার বাবার বাড়িতেই থাকতেন। আজ দুপুর ১২টা পর্যন্ত ইভার ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা দরজা ভেঙে দেখতে পান ঘরের তীরের সঙ্গে তিনি উড়না পেঁচানো অবস্থায় আছেন। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশটি উদ্ধার করে।










