ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

মহানগর আওয়ামী লীগের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

মহানগর আওয়ামী লীগের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে সিলেটবাসী সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবিলা সহ বিভিন্ন প্রতিকূলতা দূর করে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এসডিজি অর্জনেও বাংলাদেশ সক্ষমতা দেখেছিয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। স্থলসীমা বিজয়, সমুদ্র বিজয়,বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ,যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর, জাতির জনকের হত্যার বিচার, পদ্মা সেতু বাস্তবায়ন, মেট্রোরেল বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা ভাতা উন্নতিকরণ, কর্ণফুলি বঙ্গবন্ধু টানেল বাস্তবায়ন, রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প, পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্প,পায়রা সমুদ্রবন্দর, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ প্রকল্প সহ প্রচুর উন্নয়ন সাধিত হয়েছে। নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন, নতুন বছরেও এই চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জননেত্রী শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশ হবে “স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি” সমৃদ্ধ দেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ