ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় আল-হেরা একাডেমীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ২০২২ খ্রি. এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় একাডেমীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আল-হেরা একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শাহীন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ মোঃ জুবায়েরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিক্ষানুরাগী ফয়সল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সাধারণ সম্পাদক তাহমীদ ইশাদ রিপন।
এছাড়াও বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. তারেক আহমদ ও মেহনাজ হক।
এ সময় আল-হেরা একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শাহীন আহমদ প্লে-গ্রুপ থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এছাড়াও ফলাফল ঘোষণা পাশাপাশি শ্রেণী ভিত্তিক সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ও উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।










