ইউকে বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ থানার এস আই, মেহেদী হাসান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, নবাগত সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।

সভায় উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ