ইউকে শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হেডলাইন

নবীগঞ্জে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে ঘর নির্মাণের অভিযোগ

নবীগঞ্জে সরকারি রাস্তার ইট তুলে নিয়ে ঘর নির্মাণের অভিযোগ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবীগঞ্জে সরকারি ইটসলিং রাস্তা থেকে ইট তুলে নিয়ে ঐ রাস্তার উপরই ঘর নির্মাণ করে জনসাধারনের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের অন্তর্গত রিফাতপুর গ্রামের মৃত ছাইম উল্লার পূত্র মনসুর আহমদের সাথে তাদের চলাচলের সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের মৃত মুসলিম উল্লার পুত্র মনছুব উল্লা গংদের বিরোধ চলে আসছে।

এবিষয়ে ১ম পক্ষ  মনসুর আহমদ বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারায় মৃত মুসলিম উল্লার পুত্র মারাজ মিয়া গং ২য় পক্ষ মাননীয় আদালতে দরখাস্ত  মামলা নং ২৮৫/২২ইং (নবীঃ) ধারা ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা দায়ের করিলে মাননীয় আদালত শুনানী অস্তে দয়া পরবশ হইয়া উক্ত রাস্তয় স্হাপিত প্রতিবন্ধকতা অপসারনের আদেশ দেন।২য় পক্ষ নালিশী ভূমি নিয়ে সিভিল মামলার কথা স্বীকার  করেন এতএব নালিশী ভূমিতে রাস্তা বিদ্যমান সেটি প্রমানিত এবং ২য় পক্ষ  সেই রাস্তায়  প্রতিবন্ধকতা  সৃষ্টি করেছেন। সার্বিক বিবেচনায় আদেশ হয় যে,নালিশি ভূমিতে কোন প্রতিবন্ধকতা থাকলে তা অপসারণের জন্য সংশ্লিষ্ট  OC ব্যবস্থা নিবেন এবং চলাচলের জন্য উপযুক্ত আদালতে থেকে ভিন্নরূপ কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত। মনছুব উল্লা (৫৮), আনজব উল্লা (৫৪), মজিদুর রহমান (৫২) মারাজ মিয়া(৫০) কে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। বিগত ২৭ ডিসেম্বর ২০২২ ইং, মঙ্গলবার বিজ্ঞ আদালতে  মামলা দায়ের মানলা নং ৭৬২/২২ইং রায়ে সংশ্লিষ্ট অফিসার ইনচার্য্যকে চলমান কাজ বন্ধের কতা বলা হয়।

কিন্তু মামলার রায় উপেক্ষা করে মনছুব উল্লা গং গত মঙ্গলবার দিবাগত রাতে বিরোধীয় সরকারি ইটসলিং রাস্তা থেকে ইট তুলে নিয়ে ঐ রাস্তার উপরই ঘর নির্মাণ শুরু করেন। এসময় মামলার বাদী মনসুর আহমদ গিয়ে তাদের নিষেধ করলে মনছুব উল্লা গংরা দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় মনসুর আহমদ দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করে নিজেকে রক্ষা করেন।এব্যপারে গতকাল বুধবার মনসুর আহমদ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ