ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চলছে পৌষ মাস। প্রচন্ড শীত। এ শীতের মধ্যে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন আছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নূরপুরে ১১ হাজার ৮১১ জন ও ব্রাহ্মণডোরায় ১০ হাজার ৩০২ জন ভোটার রয়েছেন। ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ।
এ নির্বাচনে নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক ৫ বারের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সেবন মিয়া (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম হেলাল (লাঙ্গল) ও ব্রাহ্মণডোরায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা), মোঃ হুমায়ুন কবির (অটোরিক্সা), মোঃ তাজুল ইসলাম (মোটর সাইকেল), জসীম উদ্দিন আহমেদ (আনারস), মোঃ টিপু সুলতান (ঘোড়া) প্রতীক নিয়ে ৯জন এবং নারী ও পুরুষ মিলে ৯২ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা প্রচারণা করেছেন। ভোটারদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নিরপেক্ষ নির্বাচন হবে। কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তা রয়েছে। কোন প্রকারের অনিয়ম মেনে নেওয়া হচ্ছে না।