ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আজ। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। পাকিস্তানি হানাদার বর্বর ঘাতক সেনাবাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে বিনিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান)।
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে দি প্রত্যাশার উদ্যোগে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন দি প্রত্যাশার সভাপতি শান্তনু দাস সহ বাকি সদস্যবৃন্দ অশেষ রায়, বিধান চৌধুরী, সৈকত রাউত, সায়মন ইমতিয়াজ, মামুনুন চৌধুরী, তাপসী ঘোষ, সহেলী সেন, মুনতাসির উদ্দিন আহমদ, মোঃ জুনায়েদ আল হামিদ প্রমুখ।










