ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

জেবুন্নেছা-নাদেলে সিলেটে উচ্ছ্বাস

জেবুন্নেছা-নাদেলে সিলেটে উচ্ছ্বাস

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে প্রভাব ছিল সিলেটিদের। প্রয়াত আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীসহ সিনিয়র নেতারা আওয়ামী লীগে দাপট দেখিয়েছেন। একইসঙ্গে সিলেটে আওয়ামী লীগের রাজনীতিকে চাঙ্গা করে রেখেছিলেন। তাদের বিদায়ের মধ্যদিয়ে আওয়ামী লীগের কেন্দ্রে প্রভাব কমে গেছে সিলেটিদের। শূন্যতার অবস্থা এখনো বিদ্যমান। সিলেটে বাঘা-বাঘা নেতা থাকলেও কেন্দ্রীয় কমিটিতে তাদের আধিপত্য ছিল কম।

সর্বশেষ সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে নিয়ে আশাবাদী ছিলেন স্থানীয় নেতারা। কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার পর প্রেসিডিয়ামে তার নাম আলোচনায় ছিল। কিন্তু কামরানের মৃত্যুর পর ফের শূন্যতার সৃষ্টি হয়। তবে- আশার বাতি জ্বালিয়ে রেখেছিলেন প্রবীণ রাজনীতিক নুরুল ইসলাম নাহিদ। এবারের কমিটি থেকে তাকে বাদ দেয়ায় হতাশ হয়েছেন নেতাকর্মীরা।

তবে- কেন্দ্রীয় কমিটিতে এবার সিলেট থেকে চমক হচ্ছেন সৈয়দা জেবুন্নেছা হক। শেষ বয়সে এসে সিলেটের এ রাজনীতিক আওয়ামী লীগের প্রেসিডিয়ামে জায়গা পেয়েছেন। তাকে ঘিরে এখন উচ্ছ্বাস সিলেটে। সাবেক এই এমপি সিলেটের রাজনীতিতে অভিভাবক হিসেবে পরিচিত। বাসায় বোমা হামলাসহ নানাভাবে তিনি বিপর্যস্ত হয়েছেন। দুর্দিনেও দলের জন্য মাঠে সক্রিয় ছিলেন। শেষ বয়সে এসে জেবুন্নেছা হক আওয়ামী লীগের প্রেসিডিয়ামে জায়গা পাওয়ায় খুশি সবাই। তাকে ঘিরে উচ্ছ্বাস দেখাচ্ছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
গত মঙ্গলবার বিকালে সিলেটে খবর আসা মাত্র অভিনন্দন জোয়ারে ভাসছেন জেবুন্নেছা হক। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তার বাসায় ছুটে যান। গতকাল জেলা ও মহানগরের নেতাদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। তার এই মূল্যায়নে সিলেট আওয়ামী লীগের নেতারা নতুন অভিভাবকের ঠিকানা খুঁজে পেলেন। দলীয় প্রধানের দেয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন জেবুন্নেছা হক। জানান- আমৃত্য তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করতে চান। এদিকে- অবস্থান ধরে রাখলেন সিলেট আওয়ামী লীগের আরেক নেতা শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এবারো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে নাদেলের অবস্থান সুদৃঢ়। তবে- বিগত কমিটিতে নতুন সাংগঠনিক সম্পাদক হলেও তাকে সিলেটের দায়িত্বে রাখা হয়নি। ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেয়া হয়। এতে সফল ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল। ওই বিভাগে আওয়ামী লীগকে চাঙ্গা করতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নতুন করে এখনো তার বিভাগ বণ্টন না হলেও নাদেল ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকতে পারেন বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। দ্বিতীয়বারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার নিজ শহর সিলেটে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা দেন সিলেট আওয়ামী লীগের নেতারা। তাকে নিয়ে সিলেটে শোডাউনও করেছেন তারা।

নাদেলে খুশি সিলেট আওয়ামী লীগের বেশির ভাগ নেতা। এদিকে- নিজের শহর সিলেটে আসার পর রাতযাপন করেছেন পৈতৃক বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। সেখানে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। গতকাল সিলেটেও নাদেল ব্যস্ত সময় কাটিয়েছেন। আওয়ামী লীগে এখনো সদস্য তালিকা প্রকাশের বাকি রয়েছে। এই অবস্থায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে নতুন মুখরা সদস্য পদে আসতে পারেন। এমন আভাসই দলীয় তরফ থেকে মিলেছে। এ নিয়ে লবিংয়ে রয়েছেন অনেক নেতা। আছেন প্রবাসীরাও। সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদসহ বেশ কয়েকজনের নাম নেতাকর্মীদের মুখে মুখে রটছে। কয়েকজন প্রবাসীর নামও রয়েছে তালিকায়। তারা লন্ডন, আমেরিকা ও কানাডা থেকে লবিং চালাচ্ছেন।

এদিকে দ্বিতীয়বার নির্বাচিত হওয়া নাদেল সিলেটে পৌঁছে প্রতিক্রিয়ায় জানিয়েছেন- ‘এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে জন্মভূমি সিলেটের সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য সবাই সহযোগিতা করবেন এবং সিলেটের মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাবো। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

জেবুন্নেছা হক’র শ্রদ্ধা নিবেদন: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য, নারী অধিকার আন্দোলনের নেত্রী, সৈয়দা জেবুন্নেছা হক। গতকাল দুপুরে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। নেতৃবৃন্দ বলেন: তৃণমূল থেকে উঠে আসা মাটি ও মানুষের নেত্রী, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, নারী অধিকার আন্দোলনের নেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক আজন্ম সিলেটের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারই প্রতিদান হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে দলীয় প্রধান শেখ হাসিনা সৈয়দা জেবুন্নেছা হককে উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেছেন। এটা সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এজন্য নেতৃবৃন্দ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের অভিনন্দন: সিলেটের রাজনীতিবিদ, তৃণমূল থেকে উঠে আসা মাটি ও মানুষের নেত্রী, নারী অধিকার আন্দোলনের নেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন জানান- নবনির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ