ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা পদকপ্রাপ্ত, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হককে বুধবার সৈয়দা জেবুন্নেছা হক’র নগরীর তাতীপাড়াস্থ বাসভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ মহানগর ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ দলের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সৈয়দা জেবুন্নেছা হক’র পদপ্রাপ্তি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। সিলেটের নারী আন্দোলনের অগ্রদূত,মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মীকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় আমরা সত্যিই আনন্দিত।










