ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড ‘মেম্বারস্ ডিকশোনারী ২০২২’ এর মোড়ক উন্মোচন

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড  ‘মেম্বারস্ ডিকশোনারী ২০২২’ এর মোড়ক উন্মোচন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট স্টেশন ক্লাব লিমিটেড ‘মেম্বারস্ ডিকশোনারী ২০২২’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ক্লাব প্রাঙ্গনে ‘মেম্বারস্ ডিকশোনারী ২০২২’ এর মোড়ক উন্মোচন করেন প্রফেসর সফিক আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট, জীবন সদস্য সামুন মাহমুদ খান, এডিটর কমিটির আহ্বায়ক ও পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশিদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ আব্দুল মোমিন, এডিটর কমিটির সদস্য ও পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী, এডিটর কমিটির সদস্য ও পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ