
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সারী নদীতে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। সোমবার বিকেল চারটার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট বাজারে মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
এ সময় সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন আটকা পড়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পর্যটকদের। অনেকে হেঁটে গন্তব্যে ছোটেন। পরে রাত পৌনে আটটার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা।
সারী বারকী সমিতির সভাপতি আমির আলীর সভাপতিত্বে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে বক্তৃতা করেন সারীঘাট বালু ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সহসভাপতি আতাউর রহমান, বালু শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সাবেক সভাপতি আবদুর রশিদ, সাবেক সম্পাদক আবদুল জলিল।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল অনুমতি ছাড়াই সারী নদীতে যন্ত্রের (বোমা মেশিন) ব্যবহার করে বালু উত্তোলন করছে। বারবার বন্ধের দাবি করা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে অবরোধ থেকে সরিয়ে আনা হয়েছে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, সারী নদীর বালুমহাল ইজারা নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নদীর ওপরের দিকে ড্রেজিং করা হচ্ছে। একটি পক্ষ তা বন্ধের দাবি করছে।
এর আগে গত রোববার একই দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সারী নদী বাঁচাও আন্দোলন ও সারী বারকী শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে সমাবেশ করে।