ইউকে বাংলা অনলাইন ডেস্ক :উৎসবমুখর পরিবেশে সিলেটে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রোববার বড়দিন উপলক্ষে জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন চার্চে বিরাজ করেছে সাজ সাজ রব। দিনটি উৎযাপনে সিলেট জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট থানায় অবস্থিত গীর্জা সমূহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিভিন্ন চার্চে কেক উপহার করেন। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জগণ।
পুলিশ সুপারের পক্ষ থেকে শনিবার রাত ১২ টায় থানার অফিসার ইনচার্জগণ ১০ পাউন্ডের কেক হস্তান্তর করেন বিভিন্ন চার্জে । পরে রাত ১ ঘটিাকায় কেক কেটে বড় দিনের আনন্দ আয়োজনের শুভ সূচনা করা হয়। কেক হস্তান্তরের সময় গোয়াইনঘাট থানার ক্যাথলিক চার্চ সংগ্রামপুঞ্জির ফাদার কল্লোল রোজারিও, খাসিয়া পনরয় সমবায় সমিতির সভাপতি ওয়েলকাম লম্বা, সিষ্টার মেরী তৃষিতা, সিষ্টার মেরী রোজেন, জশুয়া, এডুইন,খ্রীষ্টফার, ঝলমল, জেনসন প্রমুখ।
এদিকে, বড়দিন উৎসবমুখর পরিবেশে পালন ও উদযাপন করার লক্ষ্যে সিলেট জেলা জুড়ে পুলিশের কঠোর নজরদারি ছিল।










