ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

1671950756.rail crosing - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে নগরের শিববাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এসময় রেলক্রসিংয়ে পড়ে ছিল তার বিচ্ছিন্ন মরদেহ।
স্থানীয়রা জানান, সকালে শিববাড়ি বাজার সংলগ্ন রেললাইনে যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলক্রসিংয়ের গেটকিপারকে জানান স্থানীয়রা। তিনি রেলওয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ