ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশ সম্মত চাষাবাদ ও পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা।
গণমাধ্যম কর্মী মহসিন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবক ইমরান হোসেন, আশরাফ সিদ্দিকী রুপন, আব্দুল ওয়াহাব খুকু মিয়া, ফখরুদ্দিন, নবীবুর রহমান, ফজলুল বারী, আব্দুস শহীদ, আনোয়ার হোসেন, মাসুমসহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক।
সভায় বক্তারা কৃষিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করেন। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানোর ব্যাপারে পরিবেশ সচেতনতার বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।










