ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বাংলাদেশ আ’লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সিলেট জেলা ও মহানগর আ’লীগের অভিনন্দন

Screenshot 20221224 212052 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা এমপি দশম বারের মত সর্বসম্মতিক্রমে সভাপতি এবং জননেতা ওবায়দুল কাদের, এমপি তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের মাধ্যমে পুণরায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ