ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি, শহরজুড়ে আতঙ্ক

নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি, শহরজুড়ে আতঙ্ক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবীগঞ্জ শহরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক, সজীব খান, সৈকত আহমেদ, ইমরান রেজাকে যুগ্ম আহবায়ক করে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি ঘোষণার পরপর কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহবায়ক করে অপর একটি কমিটির সংবাদ বিজ্ঞপ্তির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়ে। এরপর থেকে পাল্টা-পাল্টি কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। শহরে উভয় পক্ষের আলাদা আলাদা শো-ডাউন লক্ষ্য করা যায়। যদিও নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক করে দেয়া কমিটি বৈধ বলে জানায় জেলা ছাত্রলীগ। কয়েকদিন ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীসহ একটি পক্ষ জুয়েল ম্যানশনের সামনে অবস্থান নেয়। অপরদিকে জাহিদুল ইসলামের রুবেলের নেতৃত্বে অপর পক্ষ শহরের রাজা কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। দুপুর থেকে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে জাহিদুল ইসলাম রুবেলের গ্রæপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজিম উদ্দৌলা চৌধুরী ও তার নেতাকর্মীর উপর হামলা করে। পরে উভয় গ্রæপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪-৫ জন নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে জাহিদুল ইসলাম রুবেল অভিযোগ করে বলেন- আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়েতের নাশকতার পরিকল্পনার বিরুদ্ধে আমরা শহরে অবস্থান নেই। এসময় নাজিম উদ্দৌলার নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়। পরে আমরা তাদের প্রতিহত করি।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দৌলা চৌধুরী বলেন- জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আমরা মিছিল করি, মিছিল শেষে নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় জাহিদ রুবেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের উপর হামলার চেষ্টা করে এসময় আমরা তাদের প্রতিহত করে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার বলেন- ছাত্রলীগের দু’গ্রæপের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ