ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জেলার চুনারুঘাট সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৪ নং পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলামের ছোট ভাই এবং চুনারুঘাট উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন এর বড় ভাই শেখ তোফাজ্জল ইসলাম (৩৫) । শুক্রবার (২৪ ডিসেম্বর ) মাগরিব নামাজ বাদ জানাজার নামাজ শেষে নিজ গ্রাম গনেশপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় । এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর ) সকাল ১০ টায় সিলেট রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এ তথ্য নিশ্চিত করে তার ভাই উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে স্ট্রোক করলে তাকে দ্রুত চুনারুঘাট হাসপাতালে পরে সিলেট রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা , ৪ ভাই সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জেলার চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শেখ তোফাজ্জল ইসলাম । তিনি ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মৃত আবুল কালামের তৃতীয় ছেলে । তার জানাজা নামাজ মাগরিব নামাজ বাদ গনেশপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, সাংবাদিক, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও আত্মীয়-স্বজন জানাজায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার আলী, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র মো: সাইফুল আলম রুবেল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদারসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।










