ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেট নগরীতে দিনদুপুরে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

IMG 20221223 144453 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট মহানগরের জিন্দাবাজারে দিনদুপুরে সিএনজি চালিত অটোরিকশার যাত্রীর গলায় চাকু ধরে সবকিছু ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। তবে জনতার প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি। পরে পথচারীদের সহয়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো ২টি চাকু জব্দ করা হয়।

গত বুধবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে সড়কে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম ও শান্তিগঞ্জ উপজেলার হাছনাবাদ গ্রামের মৃত মোছাদ্দর আলীর ছেলে শামিম আহমেদ কবির (৪৫)।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের জিন্দাবাজারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে অটোরিকশায় থাকা দুই ছিনতাইকারী চাকু ধরে সেই অটোরিকশার যাত্রীর কাছে থেকে সব কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ওই যাত্রীর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে অটোরিকশা নিয়ে চালক উজ্জল (৩০) পালিয়ে যায়। তবে ছিনতাইকারী আব্দুল হালিম ও শামিম আহমেদ কবিরকে ধাওয়া দিয়ে পথচারীদের সহায়তায় ঘটনাস্থলে থাকা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ধরে ফেলে।

ঘটনার শিকার ব্যক্তি পরে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পরদিন (২২ ডিসেম্বর) দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ