ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আল কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কার্যালয়ে দারছুল কুরআন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় সুবিদবাজারস্থ লন্ডনী রোড এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারছুল কুরআন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাতৃভাষায় কুরআন বুঝুন-মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানে ঢাকা থেকে ৩ দিনের সংক্ষিপ্ত সফরে সিলেট আসায় প্রধান অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়।
সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি বদরুল হকের সভাপতিত্বে ও সভাপতি আল্লামা মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল কুরআন প্রচার সংস্থা (আকপও) এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ গোলাম মাওলা পাটোয়ারী, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আল্লামা মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি খন্দকার মাওলানা মুজিবুর রহমান, সহ-সভাপতি বদরুল হক, কার্যনির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান খছরু মিয়া, হাছান চৌধুরী, মিজান রহমান। অনুষ্ঠানে দারছুুল কুরআন শেষে কলরবের শিল্পী ক্বারী মাওলানা সাইদুর রহমান আজাদ ও মাওলানা আব্দুল আহাদ মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন।
এছাড়াও সিলেটের বিশ্বনাথ উপজেলার জামেয়া ইসলামিয়া দারন নাজাত (বৃহত্তর সৎপুর) মাদরাসা, মালনী ছড়া চা বাগান মসজিদ, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার প্রিন্সিপালের সাথে দারছুল কুরআন নিয়ে বৈঠক, মৌলভীবাজারের রাজনগরের রামপুর গ্রামে সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আজিজের বাড়িতে দারছুল কুরআন অনুষ্ঠানে যোগ দেন মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী।










