ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৩ নং দুবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর পশ্চিম চরিয়া এলাকা থেকে তায়েফ এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
জানাযায়, মধ্যপ্রাচ্য প্রবাসী দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া গ্রামের আতাউর রহমান মুহিব মিয়ার ছেলে দুবাগ আইডিয়াল একাডেমির ৮ম শ্রেণির ছাত্র তাওহিদুল ইসলাম তায়েফ (১৪) ২১ ডিসেম্বর বুধবার দুপুর থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোজাখুজি করে না পাওয়ার পর বিয়ানীবাজার থানা এলাকা সহ আশপাশের এলাকায় মাইকিং করেন পরিবার পরিজন। ছেলের সন্ধান না পেয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ছাত্রের মা।যার নাম্বার ১০৬৮/২১/১২/২০২২।
এদিকে নিখোঁজ তায়েফের পরিবারের পক্ষ থেকে তার সন্ধান কমনা করে প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
কেহ যদি নিখোঁজ তায়েফের সন্ধান পেয়ে থাকেন তাহলে বিয়ানীবাজার থানায় অথবা নিম্ন মোবাইল নম্বরে তার পরিবারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মোবাইল নাম্বার- 01717818155










