ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ১নং উনিয়নের মোগলপুর গ্রামের আহছান আহমদ খান এর ছেলে ও এহতেনান আহমদ খানের ভাতিজা ইখওয়ান আহমদ খান (১৫) পবিত্র কোরআনের হাফেজ হলেন। সিলেট নগরীর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা থেকে তিনি কোরআনে হাফেজ সম্পূর্ণ করেন।
পবিত্র কোরআনই একমাত্র কিতাব। মহান আল্লাহর পক্ষ থেকে নানা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআন মুখস্থকারী ব্যক্তিকে। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, পবিত্র কোরআনের ধারক-বাহকদের সম্মানের কথা। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্মের প্রতি মমত্ববোধ এবং আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য নিজে যেমন কোরআন তেলাওয়াত শিখেন, তেমনি সন্তানদের শেখান। অনেকে আবার সন্তানদের পবিত্র কোরআনের হাফেজ বানান।










