ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব নির্বাচন (২০২৩-২৪ ইং) সম্পুর্ণ হয়েছে । সোমবার উপজেলা পরিষদ সংলগ্ন কিন্ডারগার্টেন স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তর জামালগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান ক্যামেরা প্রতিক নিয়ে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক পথের আলো পত্রিকার প্রতিনিধি মো: শের আলম শেরু কম্পিউটার প্রতিকে ৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি মো: জিয়াউর রহমান কলম প্রতিকে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৮ ভোট পেয়েছেন বাদল কৃষ্ণ দাস ও এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহীন আলম।
প্রেসক্লাবের নির্বাহী সদস্য আকবর হোসেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রাম কুমার সাহা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসেরসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।










