ইউকে রবিবার, ৩ আগস্ট ২০২৫
হেডলাইন

দক্ষিণ সুরমায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর মৃত্যু

image 192545 1645100224bdjournal - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু ঘটেছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকা সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এই ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রুশনা বেগম (৪০)। ওই নারী কিছুটা মানসিক রোগী ছিলো বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

সিলেট রেলওয়ে থানা পুলিশ জানায়, গতকাল রোববার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর পাশে হরগৌরী গ্রামের পাশে এক নারীর মৃত্যু হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়ার ছওয়াব আলীর স্ত্রী রুশনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই নারী রেল লাইনের পাশে ঘুরাঘুরি করছিলেন। এক পর্যায়ে দেখা যায় ট্রেনটি আসার কিছুক্ষণ পূর্বে ওই নারী একটি ব্যাগ পাশের কলোনীর একজন নারীর কাছে ছুঁড়ে মেরে সাথে সাথে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

আশেপাশের লোকজন এগিয়ে এসে মোগলাবাজার থানা ও জিআরপি থানার পুলিশকে ঘটনাটি জানালে মোগলাবাজার থানা ও জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এব্যাপারে সিলেট রেলওয়ে থানারএসআই জয়নুল আবেদিন জানান, ছুড়ে দেওয়া ঐ ব্যাগে একটি মোবাইল নাম্বার পাওয়া যায়। পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করা হলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় তার আত্মীয়কে ঘটনাটি জানালে তারা এসে লাশ শনাক্ত করেছেন। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ