ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো সিলেট জেলা পুলিশ ।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির জনকের প্রতিকৃতি ও গৌরবের স্মৃতি-৭১ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
পরে জেলা স্টেডিয়ামে সম্মিলিত প্যারেডে অংশগ্রহণ করে জেলা পুলিশের চৌকষ একটি দল।
প্যারেডে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, জেলা প্রশাসক মো.মজিবর রহমান ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাাহ আল মামুন অভিবাদন গ্রহণ করেন।
পরে বিকালে সিলেট জেলা পুলিশ লাইন্স হলরুমে আয়োজন করা হয় পুলিশের মধ্য হতে যেসকল সদস্য মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই সকল বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
পুলিশ সুপার, সিলেটের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৪৭ পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে ২০২২ সালে পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে যারা এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন তাদেরকে মেধাবৃত্তি, সম্মানী ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোাদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজন করা হয় বিজয় সন্ধ্যার।অনুষ্ঠানে গান পরিবেশন করে অতিথি শিল্পীসহ জেলা পুলিশ লাইন্সের শিল্পী গোষ্ঠীর নিয়মিত শিল্পীরা।
বিজয় আয়োজনের সবচেয়ে বড় আকর্ষন ছিল বিজয় লাকী কুপন-২০২২। সকল পর্যায়ের অফিসার-ফোর্সকে সর্বোচ্চ ৫টি কুপন ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। বিজয় সন্ধ্যা শেষে লাকী কুপনের ড্র অনুষ্ঠিত হয়। ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ মোট ৩০টি পুরুস্কার বিতরণ করা হয় ভাগ্যবান পুলিশ সদস্যগনের মাঝে। বিজয়ের এই আনন্দঘন উদযাপন উজ্জীবিত করেছে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে।










