ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

এসএসসি ৯৫-৯৭  ফাউন্ডেশনের বর্ষপুর্তি উদযাপন ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ

DSC 0323 pic 17 12 22 033 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : এসএসসি ৯৫-৯৭ ব্যাচের ফাউন্ডেশনের ১ম বর্ষপুর্তি  উদযাপন ও পথশিশু  এবং  পথচারীদের মধ্যে  খাবার ও পানি বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে নগরীর আম্বরখানা এলাকায় ১ম বর্ষপুর্তি  উদযাপনে কেক কেটে পালন ও  পথশিশু ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সুমিত কেডি, কয়েছ আহমদ, অংশু দাশ, দিবাকর দাস জুটন, নজরুল ইসলাম, ফয়েজ চৌধুরী, তারেক মেম্বার, ফরহাদ আলম,  জুয়েল চৌধুরী ,  বুরহান উদ্দিন সুমন, বিকন আনোয়ার, চৌধুরী তারেক, ফয়জুল হক, নাজমা চৌধুরী, সিদ্দিক মেম্বার, কাজী মেরাজ,সাইদুল,নারায়ন, মুহিত খান, মাহমুদুর রহমান, নিঝুম, যাহেদ,পাভেলসহ  অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ