ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের বৃহত্তর অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট উন্নয়ন সংস্থা কর্তৃক মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় হোসনাবাদ উপ-আনুষ্টানিক শিক্ষা কেন্দ্র শাহী ঈদগায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা করা হয়।
সিলেট উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ড. এ.এ.এম শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদ খাঁন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল ড. শহীদুল ইসলাম এডভোকেট তিনি বলেন, সিলেট উন্নয়ন সংস্থা সবসময় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে এ আয়োজন করেছে। তিনি সিলেট উন্নয়ন সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সংস্থার সভাপতির বক্তব্যে বলেন সিলেট উন্নয়ন সংস্থা জন্মলগ্ন থেকে তার উদ্দেশ্য ছিল সমাজের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া। সংস্থার বিভিন্ন প্রতিকুলতা থাকা সত্তে¡ সংগঠনের সবার সহযোগীতায় কাজ করে যাচ্ছে এজন্য তিনি সংগঠনের সকলের কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন সংস্থার সহ-সাধারণ সম্পাদক রকি দেব, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খোকন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক অমর চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মাসুদর রহমান, নাফিছা জান্নাত নাবিহা, তাহমিদুর রহমান, হোছনা বেগম, জিহাদ আল মাহীদ, আহনাজ ফারহান ইমন, শিক্ষিকা সুমি আক্তার, পপি আক্তার প্রমুখ।










