ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার শেখেরগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই। শনিবার (১৭ ডিসেম্বর) শেখেরগাঁও গ্রামের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেন পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমদ।
ষাঁড়ের লড়াই দেখতে গ্রাম ও শহরের নানা বয়সী ১০ হাজার মানুষের সমাগম ঘটে শেখেরগাঁও মাঠে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ষাঁড়ের বিচিত্র নাম দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কাটা তার’, ‘কাল রুপা’, ‘স্টিল’,‘ভয়ংকর মুদি’, ‘সরকি তালুকদার’, ‘দেশ পাগলা’, ‘পাগলা ভাই’, ‘সোনার ময়না’, ‘সাদাসের বলাউয়া’, ‘লাল চাঁন’, ‘নিউকালী’ ইত্যাদি।
পরে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন কাউন্সিলর মাসুদ আহমদ, কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া, সমাজসেবক আতাউর রহমান প্রমুখ।










