ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট শহরের সুবিদবাজারের হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি, শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শিলা দেবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট হোমিও কলেজের প্রভাষক ডাক্তার বাবলী দেবী সিনহা।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সিনিয়র শিক্ষক মোঃ একরাম হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বক্তব্য রাখেন। প্রিন্সিপাল শিলা দেবী বলেন, মহান বিজয় দিবস হচ্ছে আমাদের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে জাতির শ্রেষ্ঠ বীর সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন এবং আমাদেরকে দিয়েছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আজ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দও বক্তব্য রাখেন।
গান, নৃত্য, কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপনী শেষ হয়।










