ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ১ শত ৫০ জন ভোটারের ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম নির্বাচিত হন।
সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টার সময় সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম তারা মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম এ মালিক ইমন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া সাধারন সম্পাদক আব্দুল মালিক, সহ-সভাপতি জালাল উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. জালাল আহমদ, জুনেদ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক কামাল আহমদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ আহমদ সুমন, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, এ সময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী, সাবেক সভাপতি মোক্তার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির উদ্দিন কারিগর, আওয়ামী লীগ নেতা আব্দুল নুর, আব্দুল হামিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বদরুল আলম, বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক রুহুল তালুকদার, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরব আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সেলিম আহমদ, ফখরুল ইসলাম, সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহববুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, সিলেট জেলা তাতী লীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, সদর উপজেলা যুবলীগ নেতা মোবারক হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল হক, এমরান আলী তালুকদার, আব্দুল সালাম, জসিম উদ্দীন, সাহেবের বাজার আঞ্চলিক শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বসির আহমদ, সাধারন সম্পাদক মুন্না আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জুলমান আহমদ প্রমুখ।
সম্মেলনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল বাছিত।










