ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সিলেটে পুলিশের অভিযানে ৪ জুয়ারী আটক

341429 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাটের কুখ্যাত জুয়াড়ী হারুনের চায়না কলোনী, হেলাল মিয়ার কলোনী ও মেম্বার কলোনীতে পুলিশ অভিযান দিয়ে স্পটটি ভেঙে দিয়েছে। এসময় ৪ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।

রবিবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় জুয়ার বোর্ডের পরিচালক হারুন ও গয়াছ পালিয়ে যায়।

আটককৃতরা হচ্ছে, কদমতলী ফেরিঘাটের বদরুল মিয়ার ছেলে হিরণ মিয়া (২৮), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মাহবুব আলম (২৯), সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া (২৮) ও ভার্তখলার আব্দুস সাত্তারের ছেলে মিন্টু হোসেন (২৯)।

সোমবার দুপুরে জুয়া আইনের ৯৫ ধারা মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন,‘ জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ফেরিঘাটের স্পটটি আমরা ভেঙে দিয়েছি। চারজনকে জুয়া আইনে কোর্টে চালান দেওয়া হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ