ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা কেন্দ্রীয় সহ-সাগঠনিক সম্পাদক মিশুর পাশে ডিসি ট্রাফিক

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা কেন্দ্রীয় সহ-সাগঠনিক সম্পাদক মিশুর পাশে ডিসি ট্রাফিক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক, আজীবন সদস্য ও সিলেট -চট্রগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিাংল ইসলাম মিশু সম্প্রতি ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় মোটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত নিসচা কেন্দ্রীয় এই নেতাকে দেখতে রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে ওনার বাসায় যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) ফয়সাল মাহমুদ। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, নগরীর প্রধান সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা, টমটম চলাচল সম্পূর্ণ নিষেধ। কিন্তু দুঃখের বিষয় এগুলো এখন মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লার গলিতে চলাচল করছে এবং প্রতিয়িত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো বন্ধ কর জন্য। পাশাপাশি স্থানীয়ভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সব অবৈধ যান চলাচল বন্ধের জন্য সচেতনতা গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার( ট্রাফিক) আতাহারুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম, এমদাদুল হক লিপন সহ নিসচার নেতৃবৃন্দরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ