ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

ওসমানীনগর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই: ভিপি শামীম

ওসমানীনগর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই: ভিপি শামীম

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেছেন,দল মতের ঊর্ধ্বে উঠে ওসমানীনগরের উন্নয়নে কাজ করতে চাই।বর্তমান সরকারেরর মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহরে বানানোর যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনা ওসমানীনগর উপজেলায় পুরোপুরি বাস্তবায়ন করতে আমি সচেষ্ট থাকবো।

সারাদেশে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের অগ্রযাত্রা কে কাজে লাগিয়ে আমি এই উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। তিনি সকল স্তরের মানুষকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ উন্নত জাতি গঠনে তার জীবনের বাকী সময় কাঠানোরও অভিপ্রায় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বরে ) সকাল সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্টানে শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

এসময় ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমও শপথ নেন।এছাড়াও সিলেট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ