
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নের পূর্ব জালালাবাদ এলাকার করিম মিয়ার ছেলে মো. নিয়ামত মিয়া, একই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে তফুর মিয়া, রাজু মিয়ার ছেলে টিটু মিয়া ও মুজিবুর রহমানের ছেলে শামছুদ্দিন।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।