ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

শিশুরা যেন হতাশায় না ভোগে

শিশুরা যেন হতাশায় না ভোগে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাচ্চারা কখনই সমস্যার সমাধান বের করতে পারে না। হতাশা একসময় রাগ হয়ে প্রকাশ পেতে শুরু করে। এমনটা অস্বাভাবিক কিছু নয়। তবে সন্তানের আচরণে যদি রাগ ক্রমেই অস্বাভাবিক আকার ধারণ করতে শুরু করে তাহলে তাদের রাগ নিয়ন্ত্রণ করা জরুরি।

শিশুদের চাহিদার পরিপ্রেক্ষিতে কিছু কিছু আচরণে ঘন ঘন রাগের অনুভূতি প্রকাশ পেতে পারে। এসব থেকে নিজেকে রক্ষার জন্য শিশুদের মধ্যে সহনশীলতা গড়ে তোলা জরুরি। কিভাবে তা করবেন চলুন জেনে নেই:

হতাশা চিহ্নিত করা
শিশুর আচরণ ও কার্যক্রমের দিকে সতর্ক খেয়াল রাখা জরুরি। তারা চরম হতাশ নাকি সামান্য হতাশ তা বোঝার চেষ্টা করুন। এই হতাশা কাটাতে তাদের সাহায্য করুন।

সক্রিয় করুন

শিশুদের নানাভাবে সক্রিয় করে তুলতে হবে। সেজন্য তাদের সহায়ক গেম, খেলাধুলা কিংবা কার্যক্রমের সঙ্গে পরিচিত করিয়ে দিন।

বই পড়ার অভ্যাস

বই পড়লে শিশুরা অনুভূতি প্রকাশ কিংবা অনুভূতির নিয়ন্ত্রণ সম্পর্কে ভালো কিছু তথ্য পায়। তারা বুঝতে পারে। তাই তাদের বই কিংবা এরকম সৃজনশীল শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিন।

উৎসাহ দিন

শিশুকে নানা বিষয়ে উৎসাহ দিতে শুরু করুন। তাদের সঙ্গে যোগাযোগের একটি সুযোগ তৈরি করে নিতে পারেন। তারা কি করবে, এবং কি করলে তাদের প্রতিভার বিকাশ হবে তা দেখিয়ে দিন। হতাশার সুযোগ দিবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ