ইউকে বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সুনামগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

সুনামগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে একটি তক্ষক উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার লাউরগড় গ্রাম থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, লাউরগড় বিওপির সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের লাউরগড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তক্ষক উদ্ধার আটক করে। যার আনুমানিক সিজার মূল্য দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা তক্ষকটি বনবিট কার্যালয়ে হস্তান্তরের জন্য বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ