ইউকে শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
হেডলাইন

বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলে সিলেটে ফয়সল চৌধুরীর প্রচার মিছিল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সফল করতে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠ প্রদক্ষিণ করেছেন সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী।

মিছিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৯টায় নগরের কুমারপাড়া এলাকার মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরের রিকাবীবাজার পয়েন্ট ঘুরে গণসমাবেশস্থল আলিয়া মাদ্রাসা হয়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘পুলিশি বাধা, পরিবহন ধর্মঘট দিয়ে মুক্তিগামী মানুষকে ঠেকিয়ে রাখা যায়নি, যাবেও না। সমাবেশকে ঘিরে এরই মধ্যে সিলেট লোকারণ্যে পরিণত হয়েছে, সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। ধর্মঘট, বাধা উপেক্ষা করে মানুষ প্রমাণ করেছেন তারা এই সরকারকে আর ক্ষমতায় চান না।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল যে পুরো সিলেট শহর গণসমাবেশ স্থলে পরিণত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। একদিন আগেই আজ নেতাকর্মীদের পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতিতেই আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে।’

তিনি বলেন, ‘এই গণসমাবেশের মধ্যে দিয়ে স্বৈরাচারী, জুলুমবাজ সরকারকে নাকচ করবে জনগণ।’

এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফয়সল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, মানুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি মুশিউর রহমান মুহী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান, উপজেলা ছাত্রদরের আহবায়ক তানজিম আহাদ, যুগ্ম আহবায়ক শিপু ইসলাম, বিয়ানিবাজার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল সহ সভাপতি হোসেন আহমদ দুলন সহ-সভাপতি নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক কবির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবের আহমদ, এম এ হাসনাত জামিল, হোসেন আহমদ মেম্বার, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন জাহেদ, লিমন আহমদ, জেলা ছাএদলের যুগ্ম সম্পাদক আহসান জামিলসহ দুই উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com