
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জেলার চুনারুঘাটে র্যাব-৯ এর অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ মনির মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মোঃ মনির মিয়াকে রবিবার (৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মনির মিয়া(২৭) উপজেলার পূর্ব পাকুরিয়া এলাকার মোঃ ইউনুস আলীর ছেলে।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল শনিবার রাতে চুনারুঘাট থেকে গ্রেফতার করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, আটক মোঃ মনির মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা
এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।