ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

কানাইঘাটে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

কানাইঘাটে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বঙ্গবন্ধুর দর্শন, সমবয়ে উন্নয়ন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলায় ৫১ তম জাতীয় সমবায় পালিত হয়েছে। গতকাল (৫ নভেম্বর) শনিবার সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার, কানাইঘাট, মোহাম্মদ আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিক) মো: সুমন হোসেন, কানাইঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনাব মো: নিজাম উদ্দিন।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত সানরাইজ বহুমুখী সমবায় সমিতি লি. এর প্রাক্তন সম্পাদক মো: বশির উদ্দিন, শাহজালাল মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি মো: ফখরুল ইসলাম, সবজি গ্রাম কৃষি সমবায় সমিতি লি. এর সম্পাদক বিজিৎ চন্দ্র চন্দ, অরণ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সম্পাদক মো: শমশের আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: সাখাওয়াত হোসেন চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে কানাইঘাট উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফয়সাল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ