
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা পবিরুল ইসলাম জুৃয়েল ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ নভেম্বর) রাত ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর সংবাদটি নিশ্চিত করছে জয়েলের বড় ভাই নজরুল ইসলাম রাসেল।
নিহত জুয়েল জকিগঞ্জ উপজেলার বীরশ্রীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আলহাজ্ব আব্দুর রহিম এর ছেলে।
এর আগে গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকার বেউর গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় জুয়েলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ প্রায় ৯দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ শনিবার রাত ১০টার তাঁর মৃত্যু হয়।