ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হাজারো মুসল্লির মোনাজাতে শেষ হলো চুনারুঘাট জামেয়া ইসলামিয়া কওমীয়া শামসুল উলূম মাদ্রাসার তাফসিরুল কোরআন মহা সম্মেলন। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) তাফসিরের শেষদিনের শেষ অধিবেশনে আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা রশীদুর রহমান ফারুক, শায়েখে বরুণী।
এর পূর্বে মাদ্রাসার যাবতীয় আয় ও ব্যায়ের হিসাব প্রকাশ্যে প্রদান করা হয়। দোয়ার পূর্বে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মেয়র সাইফুল আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সহ আরো অনেকে।
সাত দিন ব্যাপী অনুষ্ঠিত তাফসিরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেমরা ধর্মীয় বয়ান পেশ করেন। শেষদিনে হাজারো মানুষ মোনাজাতে অংশ নেন।










