ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

এক ঘণ্টায় কুকুরের কামড়ে জখম সাংবাদিকসহ ৩৬ জন!

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঝিনাইদহের কালীগঞ্জে ২ পাগলা কুকুরের কামড়ে সাংবাদিক ও ব্যবসায়ীসহ প্রায় ৩৬ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পৌর এলাকার বিভিন্ন এলাকার এসব মানুষকে কামড়ে জখম করে কুকুর ২টি।

এর মধ্যে ২০ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। কুকুরে কামড়ানোর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগী বেশি হওয়ায় ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত ১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকিদের পরে দেওয়া হবে বলে পৌর ও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদকর্মী মোমিনুর রহমান মন্টু জানান, সন্ধ্যার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর রেলগেট এলাকায় হঠাৎ একটি লাল রঙের কুকুর ক্ষেপে গিয়ে পথচারীদের কামড়ানো শুরু করে। এ সময় একে একে ১৮ জনকে কামড়ে জখম করে। এরপর একই কুকুর শহরের নতুন বাজারে পৌঁছে ১৫ জনকে কামড় দেয়। একই সময় শহরের জনতার মোড়ে অপর একটি কালো রঙের কুকুর হঠাৎ ক্ষেপে গিয়ে ৩ জনকে কামড়ে জখম করে।

এছাড়া শহরের নীমতলা বাসস্ট্যান্ড থেকে দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগকে কামড়ে জখম করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর হাসান জানান, সন্ধ্যা থেকে হাসপাতালে ২০ জন কুকুরের কামড়ানো রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও রোগী আসছে কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শনিবার ভ্যাকসিন দেওয়া হবে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র কুকুরের কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। রোগীদের খোঁজখবর নিয়েছি। এ সময় পৌরসভার পক্ষ থেকে ১২ জনকে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এখন আর স্টকে ভ্যাকসিন না থাকায় বাকিদের শনিবার দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র। সূত্র-যুগান্তর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ