ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১৫

0 1667555914 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের লাখাই উপজেলার পুর্ব বামৈ গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ইসাক মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইসাক মিয়া ঐ গ্রামের মৃত হাজি রহমান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বামৈ পুর্ব গ্রামের শের আলী মেম্বার ও শাহ আলম গোলাপের মধ্যে দীর্ঘদিন ধরে একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইসাক মিয়া নামে এক ব্যক্তি সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করলে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি নুনু মিয়া বলেন, বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ