ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

নবীগঞ্জে জাতীয় যুব সংহতির নতুন কমিটি গঠন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন  জাতীয় যুব সংহতির ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(৩ নভেম্বর)  বিকেলে নবীগঞ্জ উপজেলা স্থানীয় বাংলা বাজার প্রি-ক্যাডেট বেগম জাহানারা স্কুলের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
৬নং কুর্শি ইউনিয়ন যুব সংহতির আহবায়ক জাবেদ মিয়ার সভাপতিত্বে সভায় রাইছল আহমেদ মাম সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু।
শুরুতে উদ্ভোধনী বক্তব্য রাখন, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহিত সভাপতি এম এ মতিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ হাফেজ মিনহাজ, নবীগঞ্জ পৌরসভার জাতীয় যুব সংহিত সভাপতি নিউটন এস.ডি, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির অর্থ সম্পাদক সুয়েব আহমদ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌর যুব সংহতির নেতা শিপন তালুকদার, যুব নেতা মোঃ আনহার চৌধুরী, শিপন মিয়া, আহমদ মিয়া, সুরঞ্জন সূত্র ধর, ইয়াওর মিয়া, লাল মিয়া, আব্দুল লতিফ, নাহিদ চৌধুরী, তানবির চৌধুরী, মোঃ রাজু মিয়া, নুরুল আমীন, মোঃ রুহেল আহমদ, আব্দুল হামিদ, আব্দুল আহাদ, নিতেশ সূত্র ধর প্রমুখ।
ইউনিয়ন জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও ছাত্র সমাজের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী সংসদ নির্বাচনের আগেই সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর হাতকে শক্তিশালী করার ঘোষণা দেন।
সভায় সর্বসম্মতভাবে মোঃ দুরুদ মিয়াকে সভাপতি, রাইছল আহমেদ মামদ কে সাধারণ সম্পাদক ও আহমদ মিয়াকে করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ