ইউকে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকার সামনেই বিষপান

ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকার সামনেই বিষপান

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকার সামনেই বিষপান করেছেন এক তরুণ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তরুণ কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক তরুণ ও এক তরুণীকে দীর্ঘসময় গল্প করতে দেখা যায়। সন্ধ্যায় হঠাৎ ওই তরুণ মেয়েটির সামনেই বিষপান করেন। এসময় স্থানীয় পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান সংক্রান্ত একটি মরদেহ আসে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ বলেন, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে কলেজে একটা দুখঃজনক ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষ করে যখন শিক্ষকরা চলে যান তখনই ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপানে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহর ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ