ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঝুমা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রী বিষ পানে আত্মহত্যা করেছেন।
সে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের নূর উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সিঁড়িতে বসে বমি করতে করতে হঠাৎ লুটিয়ে পড়ে।
শারীরিক অবস্থার অবনতি হলে শিক্ষক ও পরিবারের লোকজন দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুনামগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন ঝুমার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তার মৃত্যুর রহস্য জানা যায়নি।










