ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জালাল উদ্দিন ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মেয়র পদে নির্বাচন করায় বিএনপি তাকে বহিষ্কার করে।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে আম-ছালা দুটোই হারালেন তিনি। তার প্রতীক ছিল হ্যাঙ্গার।
জালাল উদ্দিন উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করে ওই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। প্রতীক পাওয়ার পর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খানসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অনেক নেতাকর্মী তার পক্ষে কাজ করেন।
উঠান বৈঠক, গণসংযোগ আর প্রচারণা করে নির্বাচনী মাঠ অনেকটা গরমও করে তুলেন। হঠাৎ করে নির্বাচনের ২ দিন পূর্বে তাকে দল থেকে বহিষ্কারের আদেশ চলে আসে। গত ৩০ অক্টোবর ওই বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কিন্তু তিনি নির্বাচনে পিছপা হননি। অবশেষে ওই নির্বাচনে জালাল উদ্দিন তার হ্যাঙ্গার প্রতীক নিয়ে পরাজিত হয়ে ৪র্থ স্থান অর্জন করেন। তার হ্যাঙ্গার প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ৩ হাজার ১৭টি। আর এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন অপর স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।










