ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে বুধবার (২ নভেম্বর) কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি মাসের কর্মসূচীর অংশ হিসেবে শাখা সভাপতি মাওলানা শামসুল ইসলামের সভাপতিতে¦ এক দাওয়াতি মাহফিল স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়ার আহন জানিয়ে বলেন আগামী ১৫ নভেম্বর জেলা ও মহানগর আয়োজিত সুলেমান হলে কর্মী সমাবেশ সফল করতে হবে।
দাওয়াতি মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোঃ খোকন মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ক্বারী কুতুব উদ্দিন প্রমুখ।
দাওয়াতি মাহফিলে দেশ জাতি মুসলিম উম্মাহ ও কারাগারে বন্দি দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল আলেম উমাদের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।










