ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

৭৫ বয়সী অসুস্থ মাকে রাস্তায় ফেলে গেল সন্তানেরা

৭৫ বয়সী অসুস্থ মাকে রাস্তায় ফেলে গেল সন্তানেরা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগী বৃদ্ধার নাম জানা না গেলেও তার বাড়ী জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায় বলে জানিয়েছে স্থানীয়রা। তিনি অসুস্থ হওয়ায় বেশিকিছু বলতে পারছে না।

সোমবার সকালে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় বৃদ্ধাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেবোয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে এই বৃদ্ধাকে ফেলে যান সন্তান ও স্বজনরা। পরে এলাকবাসী তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে আশ্রয় দেন। দুইদিন আগে সড়কের একটি ভ্যান গাড়ীর সাথে ধাক্কা লেগে আহত তিনি হন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. বদরুজামান সম্রাট বলেন, সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

এদিকে মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার চৌধুরী জানান, বৃদ্ধা মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ