ইউকে বাংলা অনলাইন ডেস্ক : নাবালক ছাত্রের সঙ্গে শিক্ষিকার অ’বৈধ সম্পর্ক! পরিণতি হলো ম’র্মা’ন্তিক। ছাত্রের আ’ত্মহ’ত্যার এক মাস পর শিক্ষিকাকে গ্রে’প্তার করল পুলিশ। অভিযোগ, ওই শিক্ষিকা সম্পর্ক শেষ করে দেওয়ার কারণেই ১৭ বছরের নাবালক আ’ত্মহ’ত্যা করেছে।
জানা গেছে, প্রায় এক মাস আগে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পর আ’ত্মহ’ত্যা করে ছাত্র কৃষ্ণ কুমার। তার মায়ের মনে স’ন্দে’হ হয়। এরপর কিশোরের মোবাইল ঘেঁটে ওই শিক্ষিকা শর্মিলার সঙ্গে বেশ কিছু ছবি হাতে আসে পুলিশের। এরপরই গ্রেপ্তার করা হয় শিক্ষিকাকে।
অভিযুক্ত তামিলনাড়ুর আম্বাত্তুরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষিকা। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত স্কুলটি। সেই স্কুলেই পড়ত আ’ত্মঘা’তী কিশোর। জানা গেছে, গত তিন বছর ধরে ওই কিশোরকে পড়াতেন ওই শিক্ষিকা।
পুলিশ জানিয়েছে, ওই কিশোর প্রায়ই সহপাঠীদের সঙ্গে ওই শিক্ষিকার বাড়িতে পড়া বুঝতে যেত। আম্বাত্তুরের মহিলা থানার কর্মকর্তা জ্যোতিলক্ষ্মী জানান, ‘বাগ্দানের পর কিশোরের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন ওই শিক্ষিকা। ছেলেটি মেনে নিতে পারেনি। সম্পর্ক রাখতে চেয়েছিল সে।’










