ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Screenshot 20220613 164226 Facebook - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ আব্দুল খালিক (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় সময় থানা পুলিশের একটি টিম আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খাইরুল ফার্মেসীর সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিনব কৌশল অবলম্বন করে পূর্ব চারিগ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুল খালিক (৫৮) কে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ১৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ